Guest Post by SADIQUE HOSSAIN
[The following post by writer Sadique Hossain highlights the way in which with approaching state elections, Bengal’s Muslims are being increasing forced into silence, as contending political parties, especially the CPI(M) and the TMC, stake out their respective agendas. While the stance of all parties is telling, that of the Left is particularly myopic, argues Hossian. AN ]
2026-এ পশ্চিমবঙ্গে বিধান সভার নির্বাচন হতে চলেছে৷ বাকি প্রায় দশ মাস৷ কিন্তু এখন থেকেই মুখ্য দলগুলো তাদের ন্যারেটিভ কী হতে পারে – তা প্রায় স্পষ্ট করে দিয়েছে৷ তারা দৃশ্যত রমজান মাসটিকেই বেছে নিয়েছিল ভোটের দামামা বাজানোর কাজে৷
ইদের কিছুদিন আগে সেটা শুরু হল বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারীকে দিয়ে৷ তিনি বিধানসভার বাইরে ঘোষণা করলেন – বিজেপি ক্ষমতায় এলে তৃণমূল থেকে নির্বাচিত মুসলিম বিধায়কদের চ্যাঙদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলবেন৷ তাঁর বক্তব্য ধ্বনিত হতে থাকল বিজেপির অন্যান্য বিধায়কদের গলাতেও৷ ইদের পরেই রামনবমী ছিল৷ মাঝখানে ওয়াকফ বিল পাশ হয়ে গেল লোকসভা আর রাজ্যসভাতেও৷ এরমধ্যে তৃণমূলের হুমায়ুন কবীর শুভেন্দুর কথার প্রেক্ষিতে বললেন শুভেন্দুকে মুর্শিদাবাদে ঢুকতে দেওয়া হবে না৷ এমনকি জোর করে মুর্শিদাবাদে ঢুকতে এলে, দাঙ্গা বাধাতে এলে ভাগীরথের জলে ভাসিয়ে দেওয়া হবে৷ এক্ষেত্রে তৃণমূল অবশ্য তাঁকে থামাতে দেরি করল না৷ শো-কজ করা হল৷ এবং হুমায়ুন কবীর প্রথমদিকে ফোঁসফোঁস করলেও পরবর্তীতে চুপ করে গেলেন৷
Continue reading We are No One – নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গের মুসলমান : Sadique Hossain