Guest post by SUMAN SENGUPTO

এক গুপ্তচর এসে পড়েছে আমাদের জীবনে, যে আমাদের সমস্ত গতিবিধি, কথোপকথনের ওপর নজর রাখছে। আজকে আর নতুন করে নিশ্চিত বলে দিতে হবে না, কে বা কারা এই গুপ্তচরবৃত্তি করেছে এবং তাঁদের এই গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যই বা কি ? কারণ, সংবাদপত্রের খবরের দৌলতে এই গুপ্তচরের নাম, কিভাবে কাজ করে তা মোটামুটি আজকে বেশীরভাগ মানুষের নখদর্পনে বা বলা ভালো মুঠোফোনের দর্পনে। মুঠোফোন বা মোবাইল ফোনের উল্লেখ করার কেন প্রয়োজন হলো? কারণ এবারের গুপ্তচর এসেছে অন্যভাবে, মোবাইল ফোনের মাধ্যমে । যে সামাজিক মাধ্যম নিয়ে আমরা এতো আত্মরতিতে ব্যস্ত সেই সামাজিক মাধ্যমও যে সরকারের অঙ্গুলিহেলন ছাড়া চলবে না, তার আভাস পাওয়া যাচ্ছে। যে প্রযুক্তি ব্যবহার করে আমরা কখনো কখনো আত্মতৃপ্তি লাভ করছি যে এই তো বেশ সরকারের বিরুদ্ধে কথা বলা হলো, সেই প্রযুক্তিই ব্যবহার করা হচ্ছে আমাদের প্রতিটি কথা শোনার জন্য এবং তা হচ্ছে এবং হয়ে চলেছে সেই মুঠোফোনের মধ্যে দিয়েই।
Continue reading বিগ ব্রাদার সব দেখার চেষ্টা করলেও, ছোট ছোট লড়াইগুলো একদিন জয়ী হবেই : সুমন সেনগুপ্ত